কেশবপুর (যশোর) প্রতিনিধি \ কেশবপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফসার উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালব গ অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার নাসিমা খাতুন, কালবের যশোর জেলা প্রোগ্রাম অফিসার আনিসুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা যুবলীগের আহŸায়ক বিএম শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামী লীগের স্বা¯’্য বিষয়ক সম্পাদক আলমগীর সিদ্দিক টিটু ও ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক চেয়ারম্যান স ম কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের জয়েন্ট সেক্রেটারী শহীদুলাহ, ট্রেজারার নাজমুল হুদা বাবু, ডিরেক্টর এনামুল হক, কালব লিমিটেডের উপজেলা ব্যাব¯’াপক পলাশ কুমার কর, ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সদস্য হাসান কবির, শাহজাহান, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আল মামুন পারভেজ, আসাদুজ্জামান প্রমুখ। এ সময় ১০ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।