সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশাশুনি খাদ্য গুদামে অভ্যন্তরিণ বোরো সংগ্রহ উদ্বোধন এবিসি কেজি স্কুলে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বঙ্গবন্ধুর মাজারে কেশবপুরের নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মফিজের শ্রদ্ধা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় এলজিইডির ন্যাশনাল টেন্ডারস ডাটাবেজ বিষয়ক ওয়ার্কশপ উপজেলা পরিষদের সেবা পৌঁছে দেবো জনগণের দোরগোড়ায়: মশিউর রহমান বাবু হাসছে সাতক্ষীরার আম বাজার ঃ চলছে কুলষিত করার হীনচেষ্টা ইসরাইল গাজা যুদ্ধে হারতে চলেছে ঃ প্রবল প্রতিরোধ হামলায় হামাস ভোমরায় বিজিবির অভিযানে স্বর্ণসহ আটক ১ গোদাঘাটা বারাকাতিয়ায় দাখিল মাদ্রাসায় চক্ষু শিবির উদ্বোধন

কেশবপুর থানা পুলিশ কর্তৃক কৃষকের মৃতদেহ উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কেশবপুর ব্যুরো ॥ যশোরের কেশবপুরে শফিকুল সরদার (৫৫) নামে এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হিজলডাঙ্গা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত ফয়েজউদ্দিন সরদারের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হিজলডাঙ্গা গ্রামের মৃত ফয়েজ উদ্দিন সরদারের ছেলে শফিকুল সরদার কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। সে প্রতিদিনের ন্যায় গত ২৪ ডিসেম্বর বিকেলে সাংসারিক জিনিসপত্র কেনাকাটার জন্য মেয়ে সুমাইয়া খাতুনকে সাথে নিয়ে মঙ্গলকোট বাজারে যায়। বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে দিয়ে সন্ধ্যার পর মেয়ে সুমাইয়াকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং শফিকুল সরদার বাজারে থেকে যায়। পরবর্তীতে রাতে বাউশালা গ্রামের ভ্যানচালক ইউনুস সরদার (৩৫) ভ্যান নিয়ে হিজলডাঙ্গা গ্রামে যাওয়ার প্রতিমধ্যে বাউশলা গ্রামে হাজির বিলে মহসিনের মৎস্য ঘের সংলগ্ন এলাকায় পৌঁছালে শফিকুল সরদারের গলায় মাফলার পেঁচানো ও গায়ে চাদর জড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ওইসময় ভ্যানচালকের সাথে থাকা রেজাউল গাজী পড়ে থাকা শফিকুল সরদারকে উদ্ধার করে হিজলডাঙ্গা গ্রামের পল্লী চিকিৎসক আজিজুর রহমানের কাছে নিয়ে যায়। গ্রাম্য চিকিৎসক শরিফুলকে প্রাথমিকভাবে দেখেশুনে ভ্যানচালকের এর মাধ্যমে বাড়িতে সংবাদ পাঠান এবং সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। খবর পেয়ে ছেলে-মেয়ে পল্লী চিকিৎসকের চেম্বারে গিয়ে ধরাধরি করে উঠানোর চেষ্টাকালে সে মারা যায়। এলাকাবাসী মৃত্যুর বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক এনামুল হক বলেন, লাশের শরীরের গলায় দাগ ও থুতনির নিচে কাটা দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com