কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক চুরুর সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও স্বর্ণালংকার সহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। উপজেলার মনোহরনগর গ্রামের কোমল ক্রান্তি রায়ের পুত্র শিক্ষক অলকেশ রায় জানান, সোমবার সকাল আটটার দিকে বাড়িতে তালা দিয়ে তিনি স্বস্ত্রীক যশোরের খড়িচাডাঙ্গা গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। বিকালে বাড়িতে ফিরে তিনি দেখেন চোরেরা তার বাড়ির ছাদে উঠে সিঁড়ি ঘরের তালা ও ঘরের দরজার তালা ভেঙে দ্বিতীয় তলার ছাদ দেওয়ার জন্য বাড়িতে রক্ষিত নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার সহ ৮ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। অলকেশ রায় মনিরামপুর উপজেলার হরিনা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। চুরির ঘটনায় তিনি কেশবপুর থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান।