কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর পল্লীতে ৩ লাখ টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচপোতা গ্রামে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার পাঁচপোতা গ্রামের আব্দুল বারী সরদারের ছেলে হাফিজুর রহমানের গোয়ালের দরজা ভেঙ্গে বুধবার গভীর রাতে একটি গাভী ও একটি এঁড়ে গরু চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার ভোর রাতে বাথরুমে যাওয়ার সময় দেখতে পান গোয়াল ঘরের দরজা খোলা। তখন তিনি গোয়াল ঘরে যেয়ে গরু দুটি না পেয়ে চিৎকার দিলে বাড়ির অন্যান্য সদস্যসহ পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে বিভিন্ন জায়গায় গরু খুঁজলেও গরু দুটির কোন সন্ধান মেলেনি। চুরি হওয়া গরু দুটির মূল্য আনুমানিক ৩ লাখ টাকা। চোরেরা বুধবার রাত ১২ টার পর গোয়াল ঘরের দরজার তালা ভেঙে গরু দুটি বাগানের পূর্ব দিকে নিয়ে যায়। ইতোমধ্যে এ গ্রাম থেকে আরও কয়েক ব্যক্তির গরু চুরি হয়েছে বলে গরুর মালিক হাফিজুর রহমান জানান। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গরুর মালিক হাফিজুর রহমান বাদী হয়ে কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে উপজেলা ব্যাপী চুরির প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মাঠে ইরো মৌসমে ব্যবহুত মটরগুলি চুরি করছে এব্যাপারে থানার অফিসার ইনচার্জ। জহিরুল আলম জানান, গরু চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক চুরির ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।