বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুর প্রতাপপুর চৌরাস্তা বাজার কমিটির দ্বি—বার্ষিক নির্বাচন সম্পন্ন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

কেশবপুর ব্যুরো \ কেশবপুর উপজেলায় ৩নং মজিদপুর ইউনিয়ন প্রতাপপুর চৌরাস্তায় রবিবার রাত ৮টা ৩০ মিনিট থেকে ১০টা পর্যন্ত দ্বি—বার্ষিক নির্বাচন বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাজার মোট ভোটার সংখ্যা ৮৩ জন ভোটের মধ্যে ৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা ও ৩নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পলাশ। সভাপতি পদে কামরুল ইসলাম বনু ৪২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে। সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী প্রাথী মোঃ কামাল হোসেন ছাতা মার্কা ভোট পেয়েছে ৩৯ ও কামরুল ইসলাম বনু আনারস মার্কায় ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, সহ—সভাপতি পদে দুজন প্রাথী সাদ্দাম হোসেন টিউবলের মার্কায় ভোট পেয়েছে ২৩টি, আব্দুর মালেক ফুটবল মার্কায় ৫৮টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, কোষাধ্যক্ষ পদে দুজন প্রাথী পলাশ হোসেন আম মার্কায় ৪৬টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, নিকটতম প্রতিদ্বন্দ্বী ভোট পেয়েছে মারুফ হোসেন চেয়ার মার্কায় ৩৫টি ভোট পেয়েছে, জয়েন্ট সেক্রেটারী দুজন প্রাথী হুমায়ুন কবির মোরগ মার্কায় ৪০টি ভোট পেয়েছে আব্দুস সালাম মাছ মার্কায় ৪১টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, আটজন প্রাথী ভোটে দাঁড়িয়েছেন। সেক্রেটারী পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম। উৎসবমুখর পরিবেশে হওয়া এই ভোট স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভাবে করার জন্য ভোট কেন্দে্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ভোট গণণা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা ও ৩নং মজিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির পলাশ, এসময় উপস্থিত ছিলেন ডিএসবি মফিজুর রহমান, এসআই হেলাল উদ্দীন, সাংবাদিক মোঃ নাছির উদ্দীন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ইউপি সদস্যগন, গ্রাম পুলিশ ভোটাগন এলাকায় শান্তি প্রিয় জনগণ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com