কেশবপুর ব্যুরো \ কেশবপুর বুড়িহাটী সরলা স্মৃতি গ্রন্থাগার বৈদ্যনাথ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট এবং বই বিতরণ অনুষ্ঠান ৩০ ডিসেম্বর ২৪ইং বিকাল ৪টা সময় অনুষ্ঠিত হয়েছে। বুড়িহাটী সরলা স্মৃতি গ্রন্থাগার বৈদ্যনাথ রায় স্মৃতি পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট এবং বই বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন মিজানুর রহমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও পরিচালক বৈদনাথ রায় স্মৃতি পরিষদ ও সরলা গ্রন্থাগার রীতা ব্রক্ষ, বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বিশিষ্ট গবেষক ও কবি খসরু পারভেজ,দীপক রায় এডভোকেট সুপ্রিম কোর্ট,কামাল হোসেন প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত কাকিলাখালী ম্যাধমিক বিদ্যালয়, সুজায়ে হোসেন প্রধান শিক্ষক কাবিলপুর সরঃপ্রাথঃবিঃ রোকসানা পারভীন সঃ শিঃ হাসানপুর সরঃ প্রাঃ বিঃ মোস্তাফিজুর রহমান সরঃপ্রাঃবিঃ,সাজ্জাদ হোসেন,তরিকুল ইসলাম,সাবিনা ইসলাম, আঃহালিম প্রতাপপুর সঃপ্রাঃ বিঃ, আলমগীর হোসেন,সাংবাদিক নাছির উদ্দীন, পুতুল দাস,গোবিন্দ পাল,সাংবাদিক আঃ সালাম মুরর্শিদী, উক্ত সাংস্কৃতিক ও প্রতিযোগিতা বৃক্তি ও পুরস্কার এবং বই বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানের ১০ জন ছাত্র ছাত্রীরদের মাঝে পুরস্কার ও নগদ অর্থ বই এবং সনদ বিতরণ করেন। অতিথিবৃন্দ বিজয়ী ছাত্র—ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ কালে তাদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য পূরণের প্রচেষ্টা, সাবলম্বী হওয়া এবং লেখাপড়ায় অগ্রসরতা প্রসঙ্গে নির্দেশনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অভিভাবক ও ছাত্র ছাত্রি সুধিজন প্রমুখ।