কেশবপুর ব্যুরো ॥ কেশবপুর উপজেলা বুড়িহাটী ফারুকীয়া জামে মসজিদ ও বালিকা নূরানীয়া কওমি মাদ্রাসা উদ্যোগে ৮ ই মার্চ ২০২৪ শুক্রবার দিবাগত রাতে ৫৬ম ইছালে সওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মেরিন ক্যাপ্টেন রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে,ইছালে সওয়ার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির এ্যাড রেজাউল করিম (আবু) জর্জকোট কোর্ট, প্রধান আকর্শন, মাওঃ আবুল হাসান ফারুকী,প্রতিষ্ঠাতা ও মুহতামিম জামিয়া ফারুকিয়া বুরিহাটী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা আলী রেজা পরিচালক মক্কা মদিনা হজ কাফেলা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সারা বাংলার আলোড়ন সৃষ্টি কারি মুফাসিরে কোরআন হযরত মাওঃ আজিজুল হক পীর সিদ্দিকীয়া খানকা শরীফ পাঁচবিবি জয়পুরহাট। বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওঃমুদ্দাসছির হুসাইন, মুহতামিম শাহাপুর মাদ্রাসা কমপ্লেক্স চুয়াডাঙ্গা বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেন হাফেজ মাওঃ শফিকুল ইসলাম মুহতামিম বুড়িহাটী হাফিজিয়া মাদ্রাসা বিশেষ বক্তা হিসাবে আলোচনা করেন ক্বারী মাওঃ সুলতান আলম মুদারিস বুড়িহাটী মহিঃদাঃ মাদ্রাসা বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ডাঃ আবু জাফর সাদিক প্রভাষক কলারোয়া মেডিক্যাল কলেজে, সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক মোঃনাছির উদ্দীন এলাকার ধর্মপ্রাণ পুরুষ ও মহিলারা উপস্থিত ছিলেন আলোচনা শেষে আগত মুসাল্লি পুরুষ মহিলাদের মাঝে তাবারক বটন করা হয় দোয়া ও মোনাজাত পড়াশোনা করেন হাফেজ মাওলানা মুদাসসির হোসাইন এলাকাবাসীর যারা মারা গেছেন তাদের রুহের নক্ষত্রের জন্য দোয়া করেন যারা উপস্থিত ছিলেন তাদের স্বাভাবিক কল্যাণে দোয়া করেন দেশ ও জাতির কল্যাণ কামনা করে এলাকাবাসীর মঙ্গল কামনা করে দোয়া মুনাজাত শেষ করেন।