কেশবপুর ব্যুরো \ কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগননষ্টিক সেন্টারে পল্লী চিকিৎসক মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার ২৬ ডিসেম্বর দুপুরে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে ও শিশু হাসপাতালের ম্যানেজার আলামিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ডায়াবেটিক কর্নারের উদ্বোধন করেন কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মাষ্টার অফ মেডিসিন ডাঃ ডি এম কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ শুভ্রদীপ চন্দ্র, উপজেলা গ্ৰামডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এ.কে আজাদ ইখতিয়ার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন এরিস্ট্র ফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, বেঙ্মিকোর এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, সাইনোফিয়া ফার্মার এরিয়া ম্যানেজার কবির হোসেন, পল্লী চিকিৎসক ডাক্তার শফিকুল ইসলাম শফি, ডাক্তার জয়নাল আবেদীন, ডাক্তার জাকির হোসেন, ডাক্তার রবিউল ইসলাম, ডাক্তার এনামুল হাসান ফিরোজ প্রমূখ। অনুষ্ঠানে রাফেল ড্র বিজয়ী পল্লী চিকিৎসকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।