নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন অভিযোগে বন্ধ করে দিলেন এসিল্যান্ড
সাগরদাঁড়ি (কেশবপুর) পতিনিধি ॥ কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে আওয়ামী লীগের প্রার্থী উপস্থিতিতে শান্তি সমাবেশের নামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী সমাবেশকে আচরণ বিধি লঙ্ঘন অভিযোগে বন্ধ করে দিলেন সহকারী কমিশনার ভুমি তানভীর হোসেন। সোমবার বিকালে চিংড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক শান্তি সমাবেশের নামে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাঁগরদাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার , উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, সাঁগরদাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক রফিকুল ইসলাম সরদার, যুগ্ম আহবায়ক আলিয়ার রহমান প্রমুখ। উক্ত শান্তি সমাবেশে সংশ্লিষ্ট ইউনিয়নের সকলপ্রকার ভাতা ভোগীদেরকে জমায়েত করা হয়েছে। যা সম্পূর্ণ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের শামিল। সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে নির্বাচনী জনসভার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এইচ এম আমির হোসেন সহকারী রিটার্নিং অফিসারকে অবহিত করেন এবং তার পক্ষে লিখিত আচরণ বিধি লঙ্ঘন অভিযোগের ভিত্তিতে কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর হোসেন শান্তি সমাবেশ বন্ধ করে দিয়েছেন।