বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুর সাগরদাঁড়ীতে ২কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪

কেশবপুর ব্যুরো ॥ যশোর কেশবপুর সাগরদাঁড়ীতে সাগরদাঁড়ীতে ২কোটি ২৫ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ আদায়ের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে মসজিদের উদ্বোধন ফলক উন্মোচন করা হয়। ২০২২ সালে মসজিদের ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল। উদ্বোধনের পর মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করা হয়। এর আগে অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন মসজিদের অর্থদাতা আমেরিকায় বসবাসরত মৃত ডা: আবুল হোসেন এর সহধর্মিনী মোছা: রাশিদা হোসেন মোড়ল তিনি বলেন আমার স্বামী আবুল হোসেন মোড়ল এর পক্ষ থেকে আজকের অতিথি সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্বামী আবুল হোসেন ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন এতিমখানা ও মসজিদ তৈরি করেছেন এছাড়া তিনি সুদুর আমেরিকা মসজিদ নির্মাণের ইসলামিক কালচারের বিভিন্ন সহযোগিতা করেছেন আর সব সময় তিনি গরীব অসহায় মানুষের সহায়তা করেছেন। এই বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি জনাব আলহাজ্ব আমির আলী তিনি এই মসজিদের জায়গা দান করেছেন ও সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সহ প্রমুখ। এ সময় তিনি মসজিদে প্রথম জুমার নামাজ আদায় সম্ভব হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। জুমার নামাজের ইমামতি করেন ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা আসাদুজ্জামান। নামাজ শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, দেশ-জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। শুক্রবার মসজিদটি উদ্বোধন অনুষ্ঠানে আলহাজ্ব রাজউদ্দিন সঞ্চালনায় জমিদাতা আলহাজ্ব আমির আলী মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবু মুসা, (তাবলীগ মুবাল্লিক পাটকেল ঘাটা, মাওঃ আব্দুস সামাদ, সুপার বরণডালি দাখিল মাদ্রাসা, অধ্যাপক মুক্তার আলী- সাবেক অধ্যাপক কেশবপুর ডিগ্রী কলেজ, মাওঃ হাবিবুল্লাহ সাবেক, মুহতামিম ফতেহপুর ওহিদুল উলুম কাওমি মাদ্রাসা,মাওলানা আকসার উদ্দিন, বগা শাহ্ কারীয়া আলিম মাদ্রাসা, মাওলানা রুহুল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কেশবপুর প্রেস ক্লাবের সদস্য আব্দুর রাজ্জাক, সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান সাংবাদিক মোঃনাছির উদ্দীন, মাওঃ সালাউদ্দিন ইউসুফ ২নং সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অলিয়া রহমান,৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আল মামুন, পুলিশ ক্যাম্পের এএসআই হুমায়ূন আহমেদ, সৈকত হোসেন, আল মাসুদ, আঃ মতিন মন্টু, কাজী সুমন, সাত্তার মোড়ল, শহিদুল ইসলাম, আমিনুর রহমান, আশরাফুল ইসলাম, মুজিবর রহমান,আব্দুল্লাহ, ডাঃ মতিউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com