কৈখালী সংবাদদাতা \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পিস ক্লাবের আয়োজনে শান্তি সম্প্রীতিময় ও সহনশীল সমাজ গঠনে যুব উদ্যোগে উগ্রপন্থা সহিংসতা প্রতিরোধ স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠিত হয়েছে। আসুন সকলে মিলে সমাজ থেকে উগ্রপন্থা সহিংসতা দূর করি শান্তি ও সম্প্রীতিময় সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে। গতকাল সকাল ১০টায় কৈখালী ইউনিয়ন পরিষদ হলরুমে উৎসবমুখর পরিবেশে স্বাক্ষর সংগ্রহ অনুষ্ঠিত হয়। কৈখালী ইউনিয়ন পিস ক্লাবের সভাপতি ও দৃষ্টিপাত সাংবাদিক জি,এম, আমিনুর রহমানের সভাপতিত্বে এস এম আব্দুলাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাক্ষর করেন কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম। অত্র ক্লাবের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর করেন।