কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি ঃ কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামে গলায় ফাঁস দিয়ে খুরশিদা আক্তার খুশি (১৯) নামের ১ গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার কৈখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খুরশিদা আক্তার খুশি পশ্চিম কৈখালী গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী ও একই বৈশখালী গ্রামের নজরুল খোকনের মেয়ে। জানা গেছে, শুক্রবার দুপুরে খুশির স্বামী বাড়িতে না থাকায় এবং শুশুর শাশুড়ী অন্য ঘরে থাকায় পরবর্তীতে দুপুরে তার শাশুড়ি তার ঘরে যেয়ে দেখে খুরশিদা আক্তারকে ঘরের বাঁশের আড়াই ঝুলন্ত অবস্থায় ঝুলছে। অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে চিৎকার করে খুশির শাশুড়ি। পরে প্রতিবেশীরা স্থানীয়দের সহযোগিতায় ছুটে এসে ঘরের ভিতরে গিয়ে খুশিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পরে স্থানীয় মানুষ ও গ্রাম্য ডাক্তার তার মৃত্যু ঘোষনা করে। খবর পেয়ে বিকালে শ্যামনগর থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। এ ব্যপারে শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শিদ জানান, লাশটি উদ্ধার করে শ্যামনগর থানায় নেয়া হয়েছে।তবে পরিবারের পক্ষ হতে কোনোরকম অভিযোগ নেই বলে জানিয়েছেন খুশি আক্তারে শুশুর বাড়ির ও বাবার বাড়ির গার্জিয়ানরা।