বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কৈখালীতে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০ টায় কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ইনায়া ফাউন্ডেশনের এর চেয়ারম্যান ও পৃষ্ঠপোষক রিজ চৌধুরীর পক্ষ থেকে উপজেলার গোনা সরকারি প্রথমিক বিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুফলভোগী পরিবারের সদস্যবৃন্দের উপস্থিতিতে ঘুর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ভুমিদাতা ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম এ গনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল, জি এম নুর মোহাম্মদ, ধারাভাষ্যকার ফরমের সদস্য মোঃ শাহজাহান সিরাজ, নূরনগর ক্যাটারিং সার্ভিসের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, আব্দুস সালাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জি এম নাজমুল হক।