শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন

কৈখালীতে বই উৎসব আমেজে কোমলমতি শিক্ষার্থীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

কৈখালী প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় সাতক্ষীরা শ্যামনগর উপজেলাধীন ভারত সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নে বই উৎসব আমেজে কোমলমতি শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধে ও শিক্ষার্থীদের পদচারনায় মুখরিত প্রাথমিক, উচ্চ মাধ্যমিক সহ মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো। গতকাল সোমবার ২০২৪ সালের প্রথম দিনটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল বইময়। ৮৬ নং উত্তর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর ব্যাত্যয় ঘটেনি। প্রতিষ্ঠান প্রধান মোঃ আমির আলীর সভাপতিত্বে সিনিয়র সহকারী মাধ্যমিক শিক্ষক মোঃ আসলাম হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। এসময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনবদ্য উপহার কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে নতুন বই তুলে দেওয়া। গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে বই পেয়ে শিক্ষাঙ্গন থেকে ঝরে পড়ছে না। এ মহতি উদ্যোগ শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, পরেশ কুমার গায়েন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সহ অভিভাবক বৃন্দ। ৮৬নং উত্তর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিচ্ছেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আসলাম হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com