বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার কৈখালীতে বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বিকেল ৪ টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায় আজাদনগর পোস্ট অফিসের সামনে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যদের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ নুরুজ্জামান, আজাদ নগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আবুল কালাম আজাদ, কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক জি এম নাজমুল হক, ভুমিদাতা মোঃ নুর ইসলাম গাজী, নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল, মোঃ আঃ রউফ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি-সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।