রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কৈখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক প্রাথমিকের ফলাফল প্রকাশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

কৈখালী প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক প্রাথমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় কাঠামারী জামে মসজিদ প্রাঙ্গণে ফলাফল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মসজিদের ইমাম মোঃ আলমগীর হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা স্তর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাক্ষেত্রে আলোর দ্যুতি ছড়াচ্ছে। পিছিয়ে পড়া অবহেলিত শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষার গুরুত্বপূর্ণ রসদ আহরণ করতে পারছে। শিক্ষা ক্ষেত্রে মূল ভিত্তি প্রাক-প্রাথমিক স্তর। ভিত্তি মজবুত হলে সবকিছুই মজবুত হয়। এখান থেকে শিশুরা যে শিখছে তার প্রমাণ মিলছে পার্শ্ববর্তী বিদ্যালয় গুলোতে যেয়ে তারা ভালো রেজাল্ট করছে। এ সময় তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান প্রাক প্রাথমিক শিক্ষক মোঃ ইউসুফ আলীকে। তিনি বর্ষা মৌসুমীর তিন-চার কিলোমিটার কাদায় হেঁটে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকা কোমলমতি এসব শিক্ষার্থীদের পাঠ দান করিয়েছেন। এসময় তিনি সংশ্লিষ্ট অধিদপ্তর ও উদ্ধতন কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com