স্টাফ রিপোর্টার \ কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে ১০০ এর অধিক কবর খননকারীদের কে সম্মাননা প্রদান করা হয়েছে। এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গত সোমবার ঈদের দিন ২টা ৩০ মিনিটে ৮৬ নম্বর উত্তর—পরানপুর সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরানপুর এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ এম এ গনি, নওগা জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান, আইডিয়াল হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মুজাহিদুল ইসলাম, ইউপি সদস্য আসগর আলী, মোঃ আইয়ুব আলী, সাবিনা ইয়াসমিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কবর খননকারীদের কে সম্মাননা ক্রেষ্ট, জায়নামাজ, টুপি, তসবি, পাঞ্জাবি, পায়জামা, হাজী রোমাল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের গিফট প্যাক সহ নগদ অর্থ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন কৈখালী শান্তি সংঘ আজ যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান। অবহেলিতের এ জনপদের মানুষ নিরক্ষর ও দুর্বৃত্তের বলয় থেকে বাহির হয়ে আলোর পথে ধাবিত হয়েছে আজকের এই অনুষ্ঠান তার উজ্জ্বল দৃষ্টান্ত বহন করছে। প্রত্যেক প্রাণী মরণশীল সুতরাং আমাদেরকেও মরতে হবে এটা চিরন্তন শাশ্বত সত্য। মৃত্যুর মধ্য দিয়ে আমাদের ইহকালীন কর্মযজ্ঞের অবসান আর আর পরকালীন জীবনের প্রথম ধাপ কবর দিয়েই শুরু। আর সেই কবর খননের কারিগররা নিরবে নিভৃতে রাতের অন্ধকারে কাজ করে যায়। ঝড় কিংবা বর্ষা, শীত কিংবা গরম রাত আর দিন যখনই হোক ডাক আসলে ছুটে চলে সেখানে। পর্দার অন্তরালে থাকা আলোকিত মহৎ মানুষ তারা। অনুষ্ঠানে কবর খননকারীদের মধ্য উপস্থিত ছিলেন শামসুর আলী সরদার, মোঃ গোলাম রহমান, মোঃ ইউনুস সরদার, আব্দুল হামিদ, আব্দুল মজিদ, শওকত মল্লিক সহ আরো অনেকে। কৈখালী শান্তি সংঘের সভাপতি মোঃ আনারুল ইসলাম এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন।