কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। অতিষ্ঠ এলাকাবাসী পানির জন্য রাস্তায় অবরোধ করে বিক্ষোভও করেছে। ভুক্তভোগীরা বলছেন নানাভাবে চেষ্টা করেও সমাধান মিলছে না। জয়াখালী মোড়ে আকিজ কোম্পানি কর্তৃক একটি পানির ফিল্টারের ব্যবস্থা করা আছে কিন্তু, এক কলোস পানির জন্য তিন চার কিলোমিটার দূর থেকে এসে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ৩/৪ ঘন্টা এক কলোস পানির জন্য দাঁড়িয়ে থাকতে-থাকতে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মাহে রমজানের পূর্বে দীর্ঘদিন বৃষ্টি না হওয়াতে এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। মা বোনদের প্রচন্ড কষ্ট করতে হচ্ছে। কিভাবে এই সংকট কাটিয়ে উঠবে সেই নিয়ে উঠেছে নানা গুঞ্জন, সেজন্য সরকারি ও বেসরকারিভাবে সুপেয় পানির ব্যবস্থা করতে ভুক্তভোগী এলাকাবাসীর প্রাণের দাবি, যদি সরকারিভাবে পানির ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এলাকায় দেখা দিতে পারে মানবিক বিপর্যয়।