মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন

কৈখালী ইউনিয়নের কালিন্দী নদীর ভেড়িবাঁধ সহ বিভিন্ন পয়েন্ট দেখা দিয়ছে ভয়াবহ ভাঙ্গন। ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

আবু ইদ্রিস, শ্যামনগর থেকে: বাংলাদেশের সর্ব দক্ষিণের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নটি কালিন্দী নদী বেষ্টিত। নদীবেষ্টিত ১৭ কিলোমিটার ভেড়িবাঁধ সহ বিভিন্ন পয়েন্ট দেখা দিয়েছে ভয়াবহ ভাঙ্গন। ভাঙ্গন আতঙ্কে এলাকাবাসীর নির্ঘুম রাত কাটছে। ভাঙ্গন কবলিত এলাকায় মাপ জরিফ হয় বারবার কিন্তু কাজের কোন অগ্রগতি নেই।বর্ষা মৌসুম আসলে সংশ্লিষ্ট অধিদপ্তরের লোকজনের দেখা যায়, ভাঙ্গন সমস্যা রোধে নেই কোন স্থায়ী সমাধান। এমন অভিযোগ ভাঙ্গন কবলিত এলাকার মানুষের। তার উপরে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির কারণে হাজার হাজার পাইপ বসিয়ে ভেড়িবাঁধ কেটে লোনা পানি উত্তোলন করছে ঘের ব্যবসায়ীরা। এমন তথ্যচিত্র সরজমিনে স্পষ্ট। এসব পাইপের পাশ বসে ভেড়িবাঁধ ছিদ্র হয়ে লোনাপানি লোকালয়ে প্রবেশ করেছে এমন তথ্য পাওয়া গেছে। স্লুইস গেট বা সরকার অনুমোদিত লবণ পানি উত্তোলনের বৈধ উপায় থাকতে ভেড়ি বাঁধ ছিদ্র করে হাজার হাজার পাইপ বসিয়ে কিভাবে লবণ পানি উত্তোলন করতে ঘের ব্যবসায়ীর এমন প্রশ্ন সাধারণ জন মনে। তার উপর নদীর খরস্রোত পানির প্রবল স্রোতের আঘাতে ভেড়িবাঁধ সহ ভাঙছে নদীর চর এলাকা। নদীর পানির প্রবল স্রোতে চর ভেঙ্গে ভয়াবহ এক ভাঙ্গনের দেখা দিয়েছে কৈখালী ইউনিয়নের কাঠামারী গ্রামের গফুর মোল্লার বাড়ির সামনে। এ বিষয়ে ভাঙ্গন কবলিত এলাকার মানুষের কাছে জানতে চাইলে অনেকে বলেন এমন আজব ভাঙ্গন আমরা এর আগে কখনো দেখেনি। আমরা ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত। নির্ঘুম রাত কাটছে আমাদের। ভাবতে অবাক লাগছে জন্মভিটা, কৃষি জমি লবণ পানিতে প্লাবিত হবে। এমনটা হলে শত শত বিঘা ফসলের জমি, পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার বিঘা মৎস্য ঘের লবণ পানিতে প্লাবিত হবে। ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ বসতভিটাসহ গবাদি পশু ও প্রাণী। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এস ও তন্ময় কুমার হালদারের সাথে মুঠোফোন কথা হলে তিনি এক প্রশ্নের জবাবে বলেন ভেডিবাঁধ ছিদ্র করে পাইপ বসানো সম্পূর্ণ অবৈধ। শুকনো মৌসুমে এক্সেচেঞ্জস্যার ভেড়ি বাধ কেটে বসানো পাইপ সম্পূর্ণ অপসারণ করবেন। গফুর মোল্লার বাড়ির সামনে ১৫ থেকে ২০ মিটার ভাঙ্গন দেখা দিয়েছে এ তথ্য আমাদের কাছে আছে। এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আগামী দুই এক দিনের মধ্যেও সরজমিন দেখে পদক্ষেপ নেওয়ার হবে বলে তিনি আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com