ভ্রাম্যমান প্রতিনিধ \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আমির আলীর সভাপতিত্বে গতকাল সোমবার ৮৬ নম্বর উত্তর পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের শ্যামনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ রউফ মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ আসলাম হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব আলী, প্রধান শিক্ষক আবু হানিফ, মোঃ আজিজুল হক, আব্দুর রশিদ, রাবেয়া খলিল, মোঃ মশিউর রহমান, বিভিন্ন স্কুলের সহকারী শিক্ষকগণ সহ এলাকার ফুটবল প্রেমী দর্শকবৃন্দ। প্রাইমারি ভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করে বালক, বালিকা দল হিসেবে ১২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অন্য বালক দল হিসেবে ১৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দল হিসাবে ১৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ১৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় দল কে ১-০ গোলে পরাজিত করে। একই মাঠে ১২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলে পরাজিত করে। বালক বালিকা দলের উভয় খেলায় বিজয়ের এ কৃতিত্ব অর্জন ১২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়।