বিশেষ প্রতিনিধি ॥ সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালীতে জামে মসজিদে সাউন্ড বক্স বিতরণ করা হয়েছে। গতকাল ৭ মে শুক্রবার পবিত্র জুম্মা নামাজের পূর্বে কৈখালী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আজাদনগর জামে মসজিদে দুইটি সাউন্ড বক্স বিতরণ করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক, অত্র মসজিদের মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ভুমিদাতা ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম গাজী এর সভাপতিত্ব ও পরিচালক জি এম নাজমুল হক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সাউন্ড বক্স বিতরণ করেন নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের সভাপতি ডাঃ মাওঃ মাহমুদুল হাসান ইসরাফিল। এ সময় উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতী আঃ বারি, মসজিদের সভাপতি মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মাস্টার আমির আলী, মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শিক্ষক আবুল কালাম আজাদ, মোঃ আবুল হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জিয়াদ আলী, মোঃ ইব্রাহিম প্রমুখ।