এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনা সুত্রে জানাযায়, গতকাল বুধবার বেলা ১১ টায় থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক তদন্ত কাজী মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই নূর কামাল, এএসআই মেহেদি সহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ইউনিয়নের বৈশখালি এলাকা থেকে ৬ টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কৈখালী দুইবারের ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করে। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) পুলিশ পরিদর্শক তদন্ত কাজী মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান,৬ টি মামলায় সাজাপ্রাপ্ত এবং ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি থাকায় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারপূর্বক তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারের সময় চেয়ারম্যান সমর্থকদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন কনস্টেবল আহত হয়।