রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম সহ শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও প্রকৃত দোষীদের গ্রেফতার শাস্তির দাবিতে মানববন্ধনে কৈখালী এলাকাবাসী। গতকাল বেলা ১১টায় কয়খালী চেয়ারম্যান মোড়ে কৈখালী ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহিনুর আলম শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যানের পতœী রোখসানা পারভীন, ইউপি সদস্য আব্দুর রশিদ, শমসের আলী, রাশিদুল ইসলাম, রাবিয়া কাদের, মাজিদা খাতুন ডলি, শাহানারা পারভীন, তাসিম মনি, ইসমোতারা ডলি, মাহফুজুর রহমান চেয়ারম্যান ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান রেজাউল করিম তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। চেয়ারম্যান আব্দুর রহিম ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পূর্বে স্কুলের ৪র্থ শ্রেনীর কর্মচারী নিয়োগ প্রদান করা হয়। এছাড়া রেজাউল করিম বিদ্যালয়টির সভাপতি থাকাকালে স্কুলে অনিয়ম ও দূর্নীতিতে ভরে যায়। বর্তমান কমিটি দায়িত্ব ভার গ্রহন করার পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় স্কুলের প্রধান শিক্ষকের কাছে স্কুলের সম্পদের হিসাব ও অনিয়ম দূর্নীতির বিষয়ে কারন দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। ঘটনার একপর্যায়ে বক্তারা আরো বলেন, প্রধান শিক্ষক আবুল বাসার অনেক দিন যাবত মানসিক দুশ্চিন্তার ভিতরে ছিলেন। মানববন্ধনে কৈখালী ইউনিয়নবাসী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। উলেখ্য গত ৪ জানুয়ারী প্রধান শিক্ষক আবুল বাসার গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে।