বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কৈখালী এসআর মা. বিদ্যালয়ে ৫০ লক্ষ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

এসএম জাকির হোসেন শ্যামনগর থেকে \ শ্যামনগর উপজেলার কৈখালী এস.আর মাধ্যমিক বিদ্যালয়ে ৪টি পদে নিয়োগ পরীক্ষার পূর্বেই ৫০ লক্ষ টাকার বিনিময়ে ৪ জনকে নিয়োগ চুড়ান্ত করার অভিযোগে সাতক্ষীরা জেলা প্রশাসক ও শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর নিয়োগ প্রক্রিয়া বন্ধের আবেদন জানিয়েছে নিয়োগ বঞ্চিত ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩/০২/২০২২ তারিখ রবিবার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়াক, কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট, নৈশ প্রহরী ও আয়া এই ৪টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার নকিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কিন্তু নিয়োগ পরীক্ষার পূর্বেই ৫০ লক্ষ টাকার বিনিময়ে অফিস সহায়ক পদে দিলীপ কুমার মিস্ত্রী, কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ট পদে জাহিদ হাসান, নৈশ প্রহরী পদে নিমাই ও আয়া পদে মিনতী রানীকে নিয়োগ চুড়ান্ত করা হয়। নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র লোক দেখানোর জন্য। প্রধান শিক্ষকসহ স্কুল পরিচালনা পরিষদের প্রভাবশালী একজন ব্যক্তি অবৈধ টাকার বিনিময়ে ঐ ৪ জনকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে। অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে উক্ত ৪ জন প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া বন্ধ করাসহ পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য আবেদন জানিয়েছেন ভুক্তভোগী ফাতিমা পারভীন, আকলিমা বেগম, রেশমা খাতুন ও মারুফা বেগম। এবিষয়ে কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার দৈনিক দৃষ্টিপাতকে জানান, নির্ধারিত দিনে ও নির্ধারিত স্থানে নিয়োগ বোর্ডের সকল কর্মকর্তা এবং নিয়োগ প্রার্থীদের উপস্থিতিতে স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে নিয়োগ কমিটি। কোন প্রকার আর্থিক লেনদেন হয়নি। নিয়োগের সময় শ্যামনগর উপজেলার ২ জন সাংবাদিক নেতা উপস্থিত ছিল। নিয়োগের বিরুদ্ধে কোন প্রকার খারাপ নিউজ করবে না এবং সকল সাংবাদিকদেরকে ম্যানেজ করবে বলে ২ জন সাংবাদিক নেতা ২০ হাজার টাকা নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com