বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ফরেষ্ট অফিস, পাঁচ নদীর মোহনা পার্কে ঈদ পূণঃমিলনী ও এমপি আতাউল হক দোলনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৭ এপ্রিল বুধবার বিকাল ৪ টায় কৈখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে পাঁচ নদীর মোহনা পার্কে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, জেলে-বাওয়ালি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম এর সভাপতিত্বে সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে ফুলের মাল্য ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং পরবর্তীতে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ একে এম জাফরুল আলম বাবু, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকত হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স ম আব্দুর সাত্তার, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নুরুজ্জামান টুটুল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।