রমজাননগর সংবাদদাতাঃ শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পিস ক্লাবের ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৩ টায় কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর এ্যাপোলো হাসপাতালের এডমিন অফিসার মোঃ সোহাগ হোসেন, বিশেষ অতিথি প্রশান্ত বিকাশ গায়েন ও এস,এম আব্দুলাহ আল মামুন। ইউনিয়ন পিস ক্লাবের সকল সদস্যবৃন্দ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দৃষ্টিপাত সাংবাদিক জি, এম আমিনুর রহমান এবং সার্বিক পরিচালনা করেন, রূপান্তরের উপজেলা কর্মী মোঃ আব্দুল হান্নান।