কৈখালী (শ্যামনগর) প্রতিনিধি \ কোস্টগার্ড পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা চারটি গরুসহ দুই ব্যক্তিকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে শ্যামনগর উপজেলার কৈখালী সীমান্তবর্তী বিজিবি ক্যাম্পের উপকূল রক্ষা বাঁধ হতে তাদেরকে আটক করা হয়। এসময় আরও চার ব্যক্তি সীমান্তবর্তী নদীতে ঝাঁপিয়ে ভারত অংশে চলে গেলেও চোরাচালান কাজে ব্যবহৃত তাদের নৌকাটি জব্দ করা সম্ভব হয়েছে। আটককৃতরা হলেন, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপারার আব্দুল হাকিমের ছেলে মিজানুর রহমান (৪০) ও চরনিপটাশী গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে অলিউর রহমান অলি (৩৫)। প্রত্যক্ষদর্শী আকতার হোসেন ও ইসমাইল হোসেনসহ স্থানীয়রা জানান, ভারতে কাজ করতে যাওয়া দুই বাংলাদেশীকে সোমবার ভোর রাতে সীমান্তবর্তী কালিন্দি নদীর পাড় থেকে কোস্টগার্ড আটক করে। মামুন কয়াল, বাবলু ও আজিজুল নামের স্থানীয় তিনজনের সাথে মাথাপিছু ১২ হাজার টাকার চুক্তিতে তারা ভারতের কালিতলা থেকে নৌকায় চেপে সুন্দরবন হয়ে বাংলাদেশে প্রবেশ করে। অভিযানের সময় আটককৃত দুই ব্যক্তি ও গরু ফেলে চোরাচালান চক্রের সদস্যরা নদী সাঁতরে ওপারে চলে যায়। আটক মিজানুর ও অলি জানান, তারা ভারতের ব্যাঙ্গালোরে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার জন্য স্থানীয়দের সাথে যোগাযোগ করলে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেয়ার শর্তে দু’জনের থেকে ২৪ হাজার টাকা নেয় তারা। সব পক্ষকে ‘ম্যানেজ’ করা হয়েছে বলে তাদের নিশ্চিত করা হলেও অভিযানের সময় তাদের দুজনকে ফেলে দালালরা পালিয়ে যায়। কোস্টগার্ড কৈখালী স্টেশনের অধিনায়ক লে. জহুরুল জানান, নিয়মিত টহলকালে সোমবার ভোররাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকারী দুজনকে আটক করা হয়েছে। এসময় অবৈধভাবে ভারত থেকে চোরাকাররবারীদের নিয়ে আসা চারটি গরুসহ একটি নৌকা উদ্ধার করা হয়।