এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ঝাড়খÐের বোকারো জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৮ মাওবাদী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন কোটি টাকা পুরস্কারঘোষিত নেতা বিবেকও। এ সময় ঘটনাস্থল থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্রও উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ঝাড়খÐের ডিজিপি অনুরাগ গুপ্ত জানিয়েছেন, বোকারো বন্দুকযুদ্ধে নিহত মাওবাদীদের মধ্যে অন্যতম ছিলেন বিবেক। তার মাথার দাম ছিল ১ কোটি টাকা। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, বোকারোর বন্দুকযুদ্ধে মোট ৮ জন মাওবাদীর লাশ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। উদ্ধার হয়েছে একটি একে সিরিজের রাইফেল, একটি এসএলআর, তিনটি ইনসাস রাইফেল, একটি পিস্তল ও আটটি দেশি ভারমার রাইফেল। এই অভিযানে নিরাপত্তাবাহিনীর সদস্যদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহতদের মধ্যে বিবেক ছাড়াও আছে সাহেব রাম মাঝি ও অরবিন্দ যাদব। ঝাড়খÐের ডিজিপি অনুরাগ গুপ্ত জানিয়েছেন, এর আগে নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি বড় হামলার সঙ্গে জড়িত ছিলেন বিবেক। মাওবাদী সংগঠনে বিবেকের পদ ছিল অনেকটা উঁচুতে। নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল। ঝাড়খÐসহ একাধিক রাজ্যে তাকে ধরিয়ে দেওয়ার জন্যে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
ছবি:০৬
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ