এফএনএস: গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা সামান্য বেড়েছে। তবে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। একদিন আগে যা ছিল ১৩ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক আট থেকে বেড়ে ২৩ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস হয়েছে। গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে যা সিলেটে ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।