সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি দেশের চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কোন অপশক্তি যাতে শিক্ষার্থীদের ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে না পারে সেজন্য মায়েদের প্রতি সতর্ক দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন। শুক্রবার বিকালে সংসদ সদসস্যের নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়ার্ড এর নারীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। তিনি বলেন, বর্তমানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব উন্নয়ন অগ্রযাত্রা বিরোধী একটি অপশক্তি স্মার্ট ফোনের মাধ্যমে গুজব ছড়িয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। আগস্ট মাস এলেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে উঠে উল্লেখ করে তিনি সকল অপতৎপরতা প্রতিহত করতে নারীদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ৫নং ওয়ার্ড সভাপতি টুম্পা দাসের সভাপতিত্বে ও নাজমা খাতুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য সম্পাদক ডা. সুব্রত ঘোষ, সদস্য নাজমুন নাহার মুন্নি, জেলা কৃষকলীগের সহসভাপতি এড. আল মাহামুদ পলাশ, কাজী মেহেরুন নেছা, শাহজাহান আলী, আসাদুজ্জামান, নাছিমা খাতুন, সালমা খাতুন, পূজা দাস, খাদিজা খাতুন, সুচিত্রা মন্ডল, হোসনে আরা খাতুন, মমতাজ বেগম, মাধবী লতা, সাবিত্রী দাস, চপলা দাস, সুন্দরী বেগম, সবিতা রানী, রাশিদা খাতুন, নিহা বৈশাখী, রত্না খাতুন প্রমুখ।
মতবিনিময় সভায় ডা. সুব্রত ঘোষ সন্ত্রাস নাশকতা ও জঙ্গীবাদী তৎপরতার সাথে যুক্ত জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে ধন্যবাদ জানান এবং কারো সন্তান যাতে এই নিষিদ্ধ সংগঠনের সংস্পর্শে এসে ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িয়ে না পড়ে সে জন্য সকলের প্রতি আহবান।
সভায় উপস্থিত নারী নেত্রীবৃন্দ এলাকার জলাবদ্ধতা, রাস্তাঘাট, সড়ক বাতি, সুপেয় পানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন।