দুবাই বিমানবন্দরে আড়াই দিন আটকা ছিল রিশাদ হোসেন ও নাহিদ রানা। তারা যদি ম্যাচ খেলার সুযোগ না পান, এই ভাবনা থেকে দেশ থেকে তড়িঘড়ি করে উড়িয়ে নেওয়া হয়েছিল নাসুম আহমেদকে। তবে নাসুম যেতে যেতে রিশাদ—নাহিদও দলে যোগ দিয়ে দেন। নাসুম তাই ফিরে আসছেন দেশে। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন এ তথ্য। ফাহিম আরও জানালেন, কী কারণে বিমানবন্দরে আটকা পড়েছিলেন রিশাদ ও নাহিদ। তিনি বলেন, ‘তাদের ইমিগ্রেশন সংক্রান্ত কিছু জটিলতা ছিল। যে কারণে দলের সাথে ওদের প্রবেশ করতে দেওয়া হয়নি। তারা কিছুটা সময় নিয়েছে। সব দিক ভেবেচিন্তে হয়ত অনুমতি দিয়েছে। এখন পর্যন্ত ওরা একসাথে আছে।’ নাসুম দেশে ফিরে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচে যোগ দেবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নাসুমকে পাঠিয়ে দিয়েছিলাম। যদি ওদের প্রবেশে সমস্যা থাকে সেক্ষেত্রে নাসুম দলের সাথে যুক্ত হতো। এখন সবাই দলের সাথে আছে, সমস্যা নেই। নাসুম দেশে ফিরে যাবে। সামনে নিউজিল্যান্ড ‘এ’ দলের সাথে একটা চারদিনের ম্যাচ বাকি আছে। ওটা খেলবে।’ আগামী ২১ মে সিলেটে শুরু হবে দুই ‘এ’ দলের দ্বিতীয় চারদিনের ম্যাচ।