কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, দল—মত—ধর্ম নির্বিশেষে একে অপরের পাশে থাকি। কোন সংখ্যাগুরু—সংখ্যালঘু বুঝি না; আমরা মানুষ আমরা বাংলাদেশি। শান্তি ও সৌহার্দ্য পরিবেশে আমরা বসবাস করি। কোন অপশক্তি অশান্তি—অপ্রীতিকর পরিবেশের পায়তারা করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী। আমরা জনগণের সেবার জন্য রাজনীতি করি। জনগণের কল্যাণে জনগণের পাশে থাকি।’ শুভ বড়দিন উপলক্ষে শুক্রবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত ধারাবাহিকভাবে উপজেলার কয়েকটি মিশনে খ্রিস্টান ধর্মাবলীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে বিএনপি আয়োজিত এক পথসভায়ও যোগ দেন বিএনপির কেন্দ্রীয় এই নেতা। কলারোয়ার উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুরে, কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদহে, দেয়াড়া ইউনিয়নের খোরদোয়, যুগিখালি ইউনিয়নের যুগীখালী—কামারালি মিশনে ও জয়নগর ইউনিয়নের জয়নগর মিশনে বড়দিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং যুগিখালী ইউনিয়নে পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। এ সময় উপজেলা ও ইউনিয়নে নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।