শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কৈখালীতে শান্তি সংঘের আয়োজনে কবর খননকারীদের সম্মাননা প্রদান শ্যামনগরে দূরপাল্লার পরিবহন কাউন্টারে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা প্রতাপনগর ইউনিয়নের পাবলিকান শিক্ষার্থীদের ঈদ মিলনমেলা অনুষ্ঠিত বেড়ীবাঁধ ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রান ও ঔষধ বিতরন নূরনগরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তালার নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা আনুলিয়ায় উদারতার খাদ্য বিতরণ প্লাবিত আনুলিয়া এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান কয়রায় মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিতে জাপান শীর্ষক মতবিনিময়

কোপা দেল রে’র ফাইনালে রিয়ালের মুখোমুখি বার্সা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

কোপা দেল রে ফাইনালে অপেক্ষা করছে এল ক্লাসিকো। গত বুধবার রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে অ্যাটলেটিকো মাদ্রিদকে ১—০ গোলে হারিয়ে ৫—৪ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা, যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ক্যাম্প ন্যুতে গোলের বন্যা বয়ে গিয়েছিল, ম্যাচটি শেষ হয়েছিল ৪—৪ ড্রয়ে। তবে দ্বিতীয় লেগে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন ফেরান তোরেস, যার ২৭তম মিনিটের একমাত্র গোলেই বার্সেলোনা ফাইনালের টিকিট নিশ্চিত করে। তরুণ প্রতিভা লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে বল পেয়ে তোরেস দক্ষতার সঙ্গে সামনে এগিয়ে যান এবং নিচু শটে বল জালে পাঠান, পরাস্ত করেন অ্যাটলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোকে। বিরতির পর অ্যাটলেটিকো মরিয়া হয়ে সমতাসূচক গোলের খোঁজ করছিল। বিকল্প খেলোয়াড় হিসেবে নামা আলেকজান্ডার সোরলথ গোলের এক সুবর্ণ সুযোগ নষ্ট করেন, তিনি কাছ থেকে শট নিতে গিয়েও বল জালে পাঠাতে ব্যর্থ হন। তবে, জাভি হার্নান্দেজের শিষ্যরা রক্ষণ সামলে ম্যাচের বাকি সময় পার করে দেয় এবং এক গোলের লিড ধরে রেখে বিজয় নিশ্চিত করে। এর ফলে, কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশে^র সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা—এল ক্লাসিকো! গত মঙ্গলবার রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অবিশ^াস্যভাবে ৪—৪ ড্র করে ৫—৪ ব্যবধানে জয় পায়, যা তাদের ফাইনালে পৌঁছে দেয়। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শেষবার কোপা দেল রে ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে, যেখানে গ্যারেথ বেলের দুর্দান্ত এক গোল রিয়ালকে শিরোপা জেতায়। এবার সেভিয়ায় অনুষ্ঠিতব্য ফাইনালে কে জয়ী হবে, সেটিই এখন ফুটবল বিশে^র আলোচনার কেন্দ্রবিন্দু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com