চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফাকে কোমরপুরে সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজকেও সম্বর্ধনা প্রদানকরা হয়। উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে বিশেষঅতিথি ছিলেনপারুলিয়অ চেয়ারম্যান গেহালাম ফারুক বাবু, বীরমুক্তিযোদ্ধা রফিক সরদার, ইমাম সাইফুল ইসলাম প্রমুখ। নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আল ফেরদৌস আলফা নির্বাচন নিরপেক্ষ ও শান্তীপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার সরকার নির্বাচন কমিশন, ও প্রশাসনকে ধন্যবাদ জানান। কোমরপুর গ্রামের ভোট বিশ্লেষন করেন এবং কোরমপুরের আট দশ জন সম্পর্কে সতর্ক থাকার আহবানজানান। তিনি আরও বলেন নির্বাচন পূর্ব ঘটনা সামনেনা এনে আগামী দিনগুলো সকলের সাথে মিলে মিশে দেবহাটার উন্নয়ন কারার আশাব্যক্ত করেন।