দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার কোমরপুরের ব্যবসায়ী আব্দুল গাফ্ফারের উপর হামলা এবং নগদ টাকা, মোবাইল সহ বিভিন্ন সামগ্রী ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোমরপুর গ্রামের মৃত ইমান আলী গাজীল আব্দুল গাফ্ফার দেবহাটা থানায় লিখিত অভিযোগে জানিয়েছে গতকাল দুপুর আড়াইটার দিকে মঈনের মুদি দোকানের সামনে একই গ্রামের আ: রশিদের পুত্র আবু সাঈদ ও মৃত তছমোতুল্যর পুত্র কামরুল ইসলাম আক্রমণ করে এবং এলোপাতারী ভাবে লাথি, চড়, কিল, ঘুসি মেরে আমার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয় যার মধ্যে একটি লোহার প্লাস, একটি টেস্টার, একটি টার্স মোবাইল, নোট বই ও নগদ ১৩ হাজার টাকা কেড়ে নেয়। দেবহাটা থানা ওসি হযরত আলী এ বিষয়ে জানান অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।