দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার উত্তর কোমরপুরে আগুনে ভস্মিভূত হওয়া গবাদি পশু ও বসতবাড়ী পরিবারের মাঝে গতকাল উপস্থিত হলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, গতকাল দুপুরে নির্বাহী অফিসার উপজেলা প্রশাসনের পক্ষ হতে খাদ্য সামগ্রী আর্থিক সহায়তা ও শীতবস্ত্র নিয়ে সর্বস্ব হারানো পরিবারকে সহায়তা করেন। উলেখ্য উত্তর কোমরপুর গ্রামের আনোয়ারুল ইসলামের বসতবাড়ী ও গোয়াল ঘরে আগুন লেগে দুইটি গরু, চার ছাগল আগুনে পুড়ে মারা যায় এবং বসতঘরসহ সমুদয় আসবাবপত্র ভস্মিভূত হয়। নির্বাহী অফিসার এ সময় অসহায় পরিবারের সদস্যদের শান্তনা দেন। নির্বাহী অফিসারের সাথে এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান গোলাম ফারুক বাবুসহ এলাকাবাসী।