দেবহাটা অফিস ॥ দেবহাটার কোমরপুর ভাতশালা স্লুইজ গেট এলাকার সংলগ্ন এলাকা হতে কুলিয়া পাঁচ নং ওয়ার্ডের মৃত আলাউদ্দীনের পুত্র মনিরুল ইসলামের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে পথচারীরা একটি মৃতদেহ পড়ে থাকতে দেখলে খোজ খবর নিয়ে জানেন যে মৃত লাশটি মৎস্য শিকারী মনিরুল ইসলামের। এলাকাবাসি জানান তিনি এই এলাকায় নদীতে মৎস্য শিকার করতেন। স্থানীয়রা জানান মনিরুল শারিরীক ভাবে কিছুটা দুর্বল ও অসুস্থ থাকায় নদীতে ছিপ বরসী দিয়ে মাছ শিকার করতেন। পুলিশ লাশ উদ্ধার করেছে। দেবহাটা থানা ওসি বাবুল আক্তার জানান লাশ উদ্ধার পরবতিৃ ময়না তদন্তের জন্য মর্গের প্রেরন করা হয়েছে।