দেবহাটা অফিস \ দেবহাটার কোমরপুর উত্তরপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও খানাবাটি জামে মসজিদের উদ্যাগে গতকাল ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খানাবাটি জামে মসজিদের সভাপতি সামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন দেবহাটা উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, বীরমুক্তিযোদ্ধা নূরআলী,ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আব্দুর রশীদ, শাঁখরা কোমরপুর বাজার কমিটি সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম ও সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, খানাবাটি জামে মসজিদের যুগ্নসাধারণ সম্পাদক জারিউল ইসলাম সহ জামায়াত ইসলামী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কোমরপুর এলাকার ১৩ টি মসজিদের মুসুল্লিরা সহ ৩ হাজার মেহমান উপস্থিত ছিলেন।