মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আশিক সাতক্ষীরা রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ আছিয়া হত্যার প্রতিবাদে মহিলা জামায়াতের মানববন্ধন আশাশুনি পলিথিন ও প্লাস্টিক দুষণ প্রতিরোধে করণীয়তা নিয়ে কর্মশালা আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশাশুনি থানা পুলিশের বিশেষ মহড়া কয়রায় হরিণের মাংস ফেলে পালালো শিকারীরা নারী ও শিশু ধর্ষনের প্রতিবাদে কয়রায় মানববন্ধন কয়রায় বিএনপির মতবিনিময় সভা তালায় চাঞ্চল্যকর শিক্ষক বিপ্লব হত্যাকান্ড এমপি, এসপি, দু’ওসিসহ আসামিদের এজাহার গ্রহণের নির্দেশ নূরনগরে অতি দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ

কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়তে চাই: জামায়াত আমির

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৭ মার্চ, ২০২৫

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঘরে ঘরে আওয়াজ তুলতে হবে, কোরআনের আইন চাই। কোরআনের আলোকে মানবিক বাংলাদেশ গড়তে চাই। গতকাল সোমবার সকালে বরগুনার টাউনহল মাঠে এক পথসভায় তিনি এ কথা বলেন। বরগুনা জামায়াতে ইসলাম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আমির মাওলানা মো. মহিব্বুল্লাহ। পথসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জাম হোসাইন হেলাল, ঢাকা মহানগর দক্ষিণের আমির ড. শফিকুল ইসলাম মাসউদ, বরিশাল মহানগরের আমির অধ্যক্ষ জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় সূরা সদস্য ফখরুদ্দিন খান রাযীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পথসভায় অংশ নেওয়ার আগে জামায়াত আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে বরগুনা সার্কিট হাউসে অবতরণ করেন এবং সেখান থেকে স¤প্রতি সহিংসতার শিকার একটি পরিবারকে দেখতে যান। তিনি নিহত মন্টু দাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, মেয়ের ধর্ষকদের বিরুদ্ধে মামলা করার পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ডা. শফিকুর রহমান পরিবারটির প্রতি সমবেদনা জানান এবং নগদ অর্থ, খাদ্য ও পোশাক সহায়তা দেন। এসময় তিনি ঘোষণা দেন, নির্যাতিতা মেয়েটি ও তার ছোট বোন আড়াই মাসের শিশুর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত তার সমস্ত ভরণ—পোষণের দায়িত্ব জামায়াত নেবে। নিহত মন্টু দাসের তিন সন্তান প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত পরিবারটির সম্পূর্ণ দায়িত্বও জামায়াত গ্রহণ করবে। এ ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, শিশুর সঙ্গে এমন অমানবিক আচরণ লজ্জাজনক। তার বাবা শুধু ন্যায়বিচার চেয়েছিলেন, কিন্তু প্রতিশোধ নিতে তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মামলাটির দায়িত্ব নিয়েছেন এবং জামায়াতের নেতাকর্মীরাও আইনি সহায়তা দিতে প্রস্তুত। এরপর তিনি বরগুনা শহীদ মিনারে আরেকটি পথসভায় অংশ নেন, যেখানে তিনি সামাজিক ন্যায়বিচার ও রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com