স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোডিং দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পবিত্র কোরআনের হাফেজ ছাত্রদেরকে পাগড়ী ও সনদপত্র প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমআ আহ্ছানিয়া মিশন জামে মসজিদে মোঃ আব্দুর রব ওয়াছির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারজন হাফেজ ছাত্রদেরকে পাগড়ী, সনদ ও ক্রেস্ট সহ প্রয়োজনে কিছু জিনিসপত্র প্রদান করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো. মশিউর রহমান বাবু, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল ওয়াদুদ, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেক্রেটারি ও আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিংয়ের সেক্রেটারি মো. কামরুজ্জামান রাসেল, সাবেক সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, সদস্য মো. আবু শোয়েব এবেল সহ এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম খলিল।