প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ প্রতাপনগরে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। গতকাল মাগরিব নামাজের পর থেকে প্রতাপনগর পশ্চিম মাথা আদদুয়েমার রাহেম আল−াহ জামে মসজিদ সংলগ্ন মাঠে অত্র মসজিদ ও সান রাইজ যুব সংঘের উদ্দোগে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন সাবেক এলজিইডি কর্মকর্তা প্রতাপনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান গাজী। মাহফিলে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রতাপনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, মাহফিলে কুরআন হাদীসের আলোকে প্রধান আলোচক হিসাবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন ঘল ঘলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা খতিব মাওঃ মনিরুল ইসলাম ফারুকী, কুরআন হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় আলোচক হযরত মাওঃ খলিলুর রহমান আজাদী, হাফেজ মাওঃ সাইফুল−া, হাফেজ ইয়াকুব আলী প্রমুখ।