রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

কোরবানির ঈদকে সামনে রেখে কুশুলিয়ার গরু ছাগলের হাট জমে উঠেছে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

আলমগীর হোসেন,বিষ্ণুপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল আযাহাকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুশুলিয়ার কোরবানির গরু ছাগলের হাট জমে উঠেছে। বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা হতে গরু ছাগল আসতে শুরু করে। বেলা ১২ টার পর কোরবানির গরু ছাগলের হাট কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হাটে বড়, মাঝারি ও ছোট সাইজের প্রচুর গরু ও ছাগল উঠলেও দাম চড়া থাকায় অনেক ক্রেতা ফিরে গেছেন। এদিকে গতকাল বুধবার বিকালে হাটে গিয়ে দেখা গেছে, প্রচুর কোরবানির গরু ছাগলের পাশাপাশি মহিস নিয়ে এসেছে বিক্রির জন্য। তবে মোটামুটি কেনাবেচা হয়েছে বলে, ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি ছিল। তাই এ জাতের গরুর দাম তুলনামূলক বেশি। হাটে সবচেয়ে বড় গরুর দাম হয়েছিল ১ লাখ ৬০ হাজার টাকা। ছাগলের দাম হয়েছিল ২৫ হাজার থাকে ২৮ টাকা পযর্ন্ত। বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেন ও ফতেপুর গ্রামের ইউনুছ আলী জানান, তারা কোরবানির জন্য দেশি জাতের মাঝারি গরু কিনতে এসেছেন। কিন্তু বড় গরুর তুলনায় এ ধরনের গরুর দাম একটু বেশি। আবার কুরবানির গরু কিনতে আসা রফিকুল ইসলাম বলেন আমি গরু কিনতে পেরে আনন্দিত। এদিকে হাটের ইজারাদার জানিয়েছেন, হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতারা যাতে প্রতারিত না হন সে জন্য মাইকে প্রচারণা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com