এস এম জাকির হোসেন \ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) কর্তৃক ৯৬০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনা জেলার দাকোপ থানার গুনারী শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যাবসায়ী খুলনা জেলার কয়রা থানার ভাগবা গ্রামের মোঃ মকবুল সরদার এর পুত্র শাহ জামাল (২৮) কে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।