স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কোস্ট গার্ড অভিযানে ৬ হাজার ৫০ কেজি জেলি পুশকৃত চিংড়ী সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়া গ্রামের আব্দুর রহমান (৩৫), এবং সদরের মানিকতলা গ্রামের মারুফ গাজী (২০)। কোস্ট গার্ড সূত্রে জানাগেছে, গত ১৭মে রাত্রে খুলনা জেলা রুপসা থানাধীন খানজাহান আলী টোল পরাজা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ট্রাক (যশোর-ট-১১-৪১৭৮) এর মধ্যে জেলি পুশকৃত চিংড়ী চট্টগ্রামের উদ্দেশ্যে বাজার জাত করনের লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাদেরকে আটক করেন। ঐ দুই ব্যক্তিকে ৩০ হাজার টাকা, মেসাস সাব্বির ট্রান্সপোর্ট ৫০ হাজার, মেসার্স যমুনা জাফর ফিসকে ২৫ হাজার ও মেসার্স মনোয়ারা জাফর ফিসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত চিংড়ী মাটিতে পুতে বিনষ্ট করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।