স্টাফ রিপের্টার ঃ কোস্ট গার্ডের অভিযানে ৫ হাজার ৪ শত ৮০ লিটার চোরাই ডিজেল সহ ১টি স্টীল বডি নৌকা জব্দ করা হয়েছে। গতকাল রাত পৌনে ২টায় মংলা উপকুল এলাকা থেকে ডিজেল জব্দ করেন। জানাগেছে, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ইঞ্জিন চালিত স্টীল বডি থেকে আনুমানিক ৫৪৮০ লিটার চোরাই ডিজেল জাহাজে ব্যবহৃত রশি উদ্ধার করে। তবে কোন চোরা কারবারীকে আটক করতে পারেনি। কোস্ট গার্ডের লেঃ কমান্ডার এম মামুনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।