স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান শুভেচ্ছা সফরে ভারত ও শ্রীলংকা গমন করেছেন। গতকাল জাহাজ কামরুজ্জামান মংলা বন্দর ত্যাগ করেন। জানাগেছে, জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন এম কিবরিয়া হক নেতৃত্বে ১৫ জন কর্মকর্তা ১০৬ জন নাবিক এবং ৮ জন অসামরিক ব্যক্তি শুভেচ্ছা সফরে গমন করেন। জাহাজটি পথিমধ্যে ভারতের চেন্নাই এবং শ্রীলংকার কলম্বো বন্দরে সফর করবে। জাহাজ পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মোসায়েদ হোসেন এবং জাহাজের সকল কর্মকর্তা এবং নাবিকবৃন্দ পরিবারের সদস্য বিদায় জানান। জাহাজটি সফর শেষে আগামী ৩০ এপ্রিল ২০২২ মংলা প্রত্যাবর্তন করবে বলে আশা প্রকাশ করেন।