এস এম জাকির হোসেনঃ বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক হরিণের মাংস সহ এক হরিণ শিকারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট নলিয়ান এর একটি টহল দল খুলনা জেলার দাকোপ থানাধীন কালাবগী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি হরিণের মাথা, ১ টি চামড়া, ৪ টি পা ও ২১ কেজি হরিণের মাংসসহ দাকোপ থানার নলিয়ান গ্রামের মৃত কাওছার গাজীর পুত্র হরিণ শিকারী মোঃ ফারুক হোসেন (৩৫)কে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালাবগী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।