মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫১ অপরাহ্ন

কোহলি-রাহুলের জোড়া সেঞ্চুরিতে বড় জয় ভারতের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক ॥ বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ৩৫৬ রানের পাহাড়সম সংগ্রহ পেয়েছিল ভারত। জবাব দিতে নেমে লড়াইও করতে পাকিস্তান। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ ভারতের বিপক্ষে ২২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাবর আজমের দল। ভারতের হয়ে ৮ ওভারে ২৫ রান দিয়ে একাই পাঁচ উইকেট নেন কুলদ্বীপ যাদব। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর। পাকিস্তান-ভারতের ম্যাচটি ছিল রোববার। কিন্তু বৃষ্টির বাধায় খেলা গড়ায় আজ রিজার্ভ ডেতে। ২ উইকেট হারিয়ে ১৪৭ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। উইকেটে থাকা বিরাট কোহলি ও লোকেশ রাহুল শেষ অবধি অপরাজিত থাকেন। দুজনই আগের দিন অপরাজিত ছিলেন, আজও থাকলেন। এর মধ্যে দুজনেই তুলে নিলেন সেঞ্চুরি। তাতে ভারতের পুঁজি হলো ৩৫৬ রান। বিরাট কোহলি ১২২ আর রাহুল অপরাজিত ১১১ রানে। বৃষ্টির কারণে প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে মাঠে গড়ালো ভারত-পাকিস্তান ম্যাচ। এশিয়া কাপের সুপার ফোরে শুধু এই ম্যাচের জন্যই রিজার্ড ডে রেখেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের ২৪.১ ওভারে বৃষ্টি নামে। এরপর আর খেলাই শুরু হয়নি। এরপর খেলা গড়ায় রিজার্ভ ডেতে। কিন্তু আজ রিজার্ড ডেতেও বৃষ্টি বাগড়া দিচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী মাঠ এখনও কাভারে ঢাকা রয়েছে। নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি এবং কখন শুরু হবে সেটা এখনও নিশ্চিত নয়। শঙ্কা আগে থেকেই ছিল। এ কারণেই আসরের মাঝপথে শুধু এ ম্যাচেই রিজার্ভ ডে’র ব্যবস্থা করা হয়। শেষ পর্যন্ত সেই রিজার্ভ ডে’তেই ম্যাচ গড়ালো। প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের ২৪.১ ওভারে বৃষ্টি নামে। এরপর আর খেলাই শুরু হয়নি। রাত ৮টা ৫০ মিনিটের দিকেও ৯টা ৩০ মিনিটে ৩৪ ওভারের ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এরপর আবার বৃষ্টি আসলে দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com