বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ক্রাইস্টচার্চে উইলিয়ামসনের আক্ষেপ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ক্রাইস্টচার্চ টেস্টে ৮ উইকেটে ৩১৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের ৯৩ রানের ইনিংস একটি দুর্দান্ত ইনিংস খেলেন। কিন্তু মাত্র ৭ রানের জন্য শতকের দেখা পাননি এই ক্রিকেটার। গ্যাস এককিনসনের বলে ক্যাচ উঠিয়ে ফিরে যান সাজঘরে। টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুতে ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৪ রানে ওপেনার ডেভন কনওয়েকে (৮ বলে ২) হারায় কিউইরা। এরপর টম লাথামকে নিয়ে ৫৮ রানের জুটি করে উইলিয়ামসন। লাথাম ফিফটি কাছাকাছি (৫৪ বলে ৪৭ রান) গিয়ে আউট হলে জুটি ভাঙে। তৃতীয় উইকেটে রাচিন রাবিন্দ্রাকে নিয়ে ৬৮ রানের আরও একটি জুটি করেন উইলিয়ামসন। ৪৯ বলে ৩৪ রানে রাবিন্দ্রা সাজঘরে ফিরলে ড্যারিল মিচেলকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন অভিজ্ঞ এই ব্যাটার। উইলিয়ামসনকে রেখে বিদায় নেন মিচেলও। ৪৭ বলে ১৯ রান করেন ডানহাতি ব্যাটার। পরবর্তী ৩ উইকেটে আর বড় জুটি হয়নি। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে নিয়ে উইলিয়ামসনের জুটিটি ছিল ২৮ রানের। এবার আউট হয় উইলিয়ামসন নিজেই। ১৯৭ বল মোকাবেলায় ১০ চারে ৯৩ রান করেন ডানহাতি এই ব্যাটার। ইনজুরি থেকে ফিরেই উইলিয়ামসনের এমন দুর্দান্ত পারফরম্যান্স আশা জাগিয়েছে নিউজিল্যান্ডকে। সেই ধারায় অষ্টম উইকেটে ৪৬ রানের আরও একটি জুটি করেন ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস। দিনের শেষ পর্যন্ত উইকেটে আছেন ফিলিপস (৪১) ও টিম সাউদি (১০)। ইংল্যান্ডের হয়ে ৬৯ রানে ৪ উইকেট শিকার করেছেন স্পিনার শোয়েব বশির। ২টি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com