ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে জয়ের সুবাস পাচ্ছে ইংল্যান্ড। শেষ বেলায় খুব বেশি নাটকীয় কিছু না ঘটলে ম্যাচটা জিততে যাচ্ছে ইংলিশরাই। তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হাতে নিয়ে ইংল্যান্ডের চেয়ে ৪ রানে এগিয়ে আছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ইংল্যান্ড। সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিজে টিকে থাকা হ্যারি ব্রুকের সাথে এগোচ্ছিলেন অধিনায়ক বেন স্টোকস। দ্রুতই ফিফটি তুলে নেন স্টোকস। দারুণ সাবলীল ব্যাটিং ১৫০ পার করে ফেলেন ব্রুক। স্টোকস আরেক দিকে ছুটতে থাকেন সেঞ্চুরির দিকে। নিজেদের স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিংয়েই এগিয়েছেন ব্রুক। স্টোকস কিছুটা স্বভাববিরুদ্ধ ছিলেন, এগিয়েছেন দেখেশুনে। দুজনের জুটির সুবাদে বড় হতে থাকে ইংল্যান্ডের লিড। দলীয় ৩৮১ রানের মাথায় ১৯৭ বলে ১৭১ রানের ইনিংস খেলে বিদায় নেন ব্রুক। পরের ওভারেই ক্রিস ওকসের উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তবে গাস অ্যাটকিনসনকে সাথে নিয়ে পরিস্থিতি সামাল দেন স্টোকস। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন অ্যাটকিনসন। ফিফটির একদম কাছে গিয়ে হয়েছেন আউট। ৩৬ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের ৪৪৫ রানের মাথায় বিদায় নেন অ্যাটকিনসন। পরে ব্রাইডন কার্স নেমেও চালিয়ে খেলেছেন। সেঞ্চুরির খুব কাছে গিয়েও সেঞ্চুরিটা ছুঁতে পারেননি স্টোকস। দলের ৪৮৫ রানের মাথায় আউট হয়েছেন ১৪৬ বলে ৮০ রান করে। পরে ৪৯৯ রানের মাথায় অলআউট হয়েছে ইংল্যান্ড। ২৪ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত ছিলেন কার্স। নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট শিকার করেন ম্যাট হেনরি। এছাড়া ৩ উইকেট নেন নাথান স্মিথ। ২ উইকেট তোলেন টিম সাউদি। ১ উইকেট নিয়েছেন উইল ও’রউরকে। ১৫১ রানের লিড নেয় ইংল্যান্ড। জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই হেঁাচট খায় নিউজিল্যান্ড। টম ল্যাথাম ফিরেছেন ৭ বলে ১ রান করে। দলের ২৩ রানের মাথাতে ফিরেছেন আরেক ওপেনার ডেভন কনওয়েও। ২৬ বলে ৮ রান করে আউট হন তিনি। দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় দল। তবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন কেইন উইলিয়ামসন এবং রাচিন রবীন্দ্র। রাচিন ইনিংস বড় করতে পারেননি, ৩৮ বলে ২৪ রান করে বিদায় নেন। তবে উইলিয়ামসন টিকে ছিলেন। ৮৬ বলে ৬১ রানের ইনিংস খেলে যখন আউট হলেন ততক্ষণে ৯০০০ টেস্ট রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। টেস্টে ১০০০ চারের রেকর্ডটাও ছেঁায়ার সুযোগ ছিল, তবে থেমেছেন ৯৯৯ চারেই। দলের ১৩৩ রানের মাথাতে বিদায় নেন উইলিয়ামসন। শেষে এক প্রান্ত ধরে খেলেছেন ড্যারিল মিচেল। তবে টম ব্লান্ডেল এবং গ্লেন ফিলিপসের উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গেছে নিউজিল্যান্ড। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে কিউইরা, লিড ৪ রানের। তবে মাত্র ৪ উইকেট হাতে নিয়ে এই লিড কতটা বড় করতে পারবে তাই দেখার ব্যাপার। ক্রিজে শেষ ভরসা হিসেবে টিকে আছেন মিচেল, ৯৯ বলে ৩১ রান করে। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন ব্রাইডন কার্স এবং ক্রিস ওকস। দুই দলের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এটি।